বাংলারজমিন

মনু নদী খননের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

: মনু নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মৌলভীবাজার শহর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও সংস্কারসহ জেলার ভরাট হওয়া নদী, হাওর খননের দাবিতে মনু নদীর মাঝখানে জেগে উঠা চরে বিশাল মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধনে ২৭টি আলাদা ব্যানারে গেল বছরের মতো এ বছরও বন্যার চরম ঝুঁকিতে থাকা নদী পাড়ের দুর্ভোগগ্রস্ত প্রায় সহস্রাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের সমন্বয়ক আ.স.ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও নাট্যকর্মী কয়ছর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো. ফিরোজ, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. আব্দুল আহাদ, জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেশার গ্রুপের সভাপতি সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ব্যবসায়ী সুমন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান, নাট্যকার ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন বাংলার অভিনেতা শামীম আহমদ ও সংগঠক ইহাম মুজাহিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন মৌলভীবাজারের মনু নদীর (মনু ব্যারেজ থেকে মনু মুখ পর্যন্ত) ২৩ কিলোমিটার নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বিআইডব্লিউটিএ’র ২৬ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প গ্রহণ করায় আমরা আনন্দিত হয়েছিলাম। কিন্তু ওই প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ ড্রেজার লিমিটেডের কাজের গাফিলতিতে আমরা চরম হতাশ। কারণ ওই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা অজুহাতে শতকরা ২ ভাগ কাজও এখনো শেষ করতে পারেনি। তারা অভিযোগ করে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান নানা ছুঁতায় প্রকল্পের পুরো টাকাই আত্মসাতের পাঁয়তারা করছে। তাদের কাজের ধরন দেখে এমনটিই প্রতিয়মান হচ্ছে বলে আমরা মনে করছি। বক্তারা বলেন, আমরা শুনেছি এই কাজের জন্য আরো তিন মাস সময় বর্ধিত করা হয়েছে (মে মাস পর্যন্ত)। তাই এই শহরসহ বন্যার ঝুঁকিতে থাকা জেলাবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে এই তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনু নদীর ২৩ কিলোমিটারের খনন কাজ যথাসময়ের মধ্যে যতাযতভাবে সম্পন করতে অনুরোধ করছি। অন্যথায় মনু নদী খনন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবিতে জেলা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন থেকে জেলার মৃত্যু পথযাত্রী অনান্য নদী, হাওর, গাঙ্গ ও ছড়া খননের মাধ্যমে এ জেলার মানুষের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার জোর দাবি জানানো হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status