বাংলারজমিন

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

 কালীগঞ্জের মূলগাঁও এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত মদন চন্দ্র বর্মনের ছেলে প্রহ্লাদ চন্দ্র বর্মণ (৫৫) নামে ৪ সন্তানের জনককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছে স্ত্রী শ্রীমতি বর্মন ও ছেলে গোবিন্দ বর্মন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে পৌর ৮নং ওয়ার্ডের মূলগাঁও গ্রামের জাল্লাপাড়া এলাকায়। এ সংক্রান্ত বিষয়ে পুলিশ ঘাতক শুক্কুরকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে। পরে শুক্কুর, ফয়সাল ও ভগ্নিপতি ফজলুল হক (গুজা) ৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, মূলগাঁও গ্রামের জাল্লাপাড়া এলাকার প্রহলাদ চন্দ্র বর্মনের ছেলে গোবিন্দ্র চন্দ্র বর্মণ (২০) আটক রিকশাচালক শুক্কুরকে দেখে জিজ্ঞাসা করে যে, আটরশি ফরিদপুর যাবি না? এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে দৌড়ে বাড়িতে গিয়ে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মেরে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ২-৩ জনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে গোবিন্দকে না পেয়ে বাবা প্রহ্লাদ বর্মণ ও মা শ্রীমতি রানী বর্মণকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাত করে এক পর্যায় প্রহ্লাদের গোপন স্থানে লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহমিনা বেগম পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তীর এসআই নাজমুল, এসআই জহিরুল ইসলামসহ সংগীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল তৈরি করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status