বিনোদন

ছাড়া পেলেন সালমান মুক্তাদির

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১২:২১ অপরাহ্ন

মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে। ইউটিউবের ভিডিও সরানোর শর্তে ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সালমান মুক্তাদিরকে রাত ৮টার দিকে ছেড়ে দেয় পুলিশ। সে ভিডিও রিমুভ সংক্রান্ত কমিটমেন্ট দিয়েছে। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মনিটর করা হচ্ছে। নির্দেশনা মোতাবেক কাজ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বারের ‘নিরাপদ ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে মঙ্গলবার বিকাল ৪টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে আনা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status