অনলাইন

শ্যামলীতে র‌্যাবের গুলিতে ১৭ মামলার আসামী নিহত

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামলীতে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের গুলিতে একজন  নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ ভোর ৬টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দীন ফারুকের ভাষ্য। র‌্যাবের দাবি, নিহত মেহেদী হাসান (৩২) একজন  শীর্ষ মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে  মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

মহিউদ্দীন ফারুক বলেন, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসে করে ঢাকায় নামে  মেহেদীসহ কয়েকজন চোরাকারবারি। তারা বাস থেকে নামার পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে প্রধান সড়কে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। মেহেদী সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় বাকি তিনজন দৌঁড়ে পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা ফারুক বলেন, নিহত মেহেদীর কাছে গুলি ভর্তি একটি রিভলবার এবং ৩০০ গ্রাম  হেরোইন পেয়েছেন তারা। মেহেদীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এ অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে মহিউদ্দীন ফারুক জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status