খেলা

সাব্বিরের সেঞ্চুরিতেও বাংলাদেশের বড় হার

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১১:২০ পূর্বাহ্ন

সাব্বির রহমানের সেঞ্চুরির পরও হোয়াটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ। আগের দুই ম্যাচের মতো আজ তৃতীয় ওয়ানডেতেও ডানেডিনে কিউইরা জিতেছে। ব্যবধান  ৮৮ রানের।

আগের দুই ম্যাচেই ৮ উইকেটে যেতা নিউজিল্যান্ড এবার আগে ব্যাটিং করে ৫০ ওভারে তোলে ৩৩০ রান। এই মাঠের সবশেষ ম্যাচে ইংল্যান্ডের ৩৩৫ রান তাড়ায় দুই ওপেনারকে শূন্য রানে হারানোর পরও জিতেছিল কিউইরা। অপরাজিত ১৮১ করেছিলেন রস টেইলর। এবার বাংলাদেশ ২ রানে হারাল ৩ উইকেট। পরে সেঞ্চুরি করলেন সাব্বির। তবে টেইলরের সেই সেঞ্চুরির সঙ্গে পার্থক্য থাকল অনেক, সাব্বির পেলেন না মিডল অর্ডারে যোগ্য সঙ্গও। বাংলাদেশ থমকে গেছে তাই ২৪২ রানে।

শেষ ব্যাটসম্যান হিসেবে ১০২ রানে আউট হয়েছেন সাব্বির। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া টিম সাউদি ফিরেই নিয়েছেন ৬ উইকেট, রান যদিও দিয়েছেন ৬৫। এই নিয়ে নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ২৪ ম্যাচের সবকটি হারল বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status