দেশ বিদেশ

অবৈধ সম্পদ অর্জন

সাবেক উপসচিব নুরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:৫৪ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপসচিব আবু মো. নুরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক প্রধান কার্যালয়ে এই অনুমোদন দেয়া হয় বলে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেন। তিনি জানান, শিগগিরই মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।
দুদক জানায়, ২০১৬ সালের ২৬শে এপ্রিল অবৈধ সম্পদের অভিযোগে দিলরুবাকে আসামি করে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করে দুদক। মামলার তদন্তে দিলরুবার অবৈধ সম্পদের পেছনে তার স্বামী নুরুল ইসলামের হাত থাকায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামি করে অভিযোগপত্র অনুমোদন করে কমিশন। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, গৃহিণী দিলরুবা খানমের নামে ৯০ লাখ ৮৬ হাজার ৮১৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তিনি তার স্বামীর অবৈধ আয় নিয়ে নিজ নামে এই সম্পত্তি করেছেন। এছাড়া দিলরুবা তার নামে থাকা ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার সম্পদ গোপন করেছেন বলে তদন্তে উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, দিলরুবার স্বামী নুরুল ইসলাম সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। এ সময় তার অবৈধ উপায়ে অর্জিত অর্থকে বৈধতা দেয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর নামে সম্পত্তি গড়েন। দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status