বাংলারজমিন

শাবি শিক্ষকের অশালীন মন্তব্যে তোলপাড়

শাবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:৫২ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের একটি নাচের অনুশীলনে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে বিভাগীয় প্রধান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই-এর ৪১৯ নম্বর কক্ষে বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন অশালীন মন্তব্য করেন। আগামী ১লা মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগের অনুষ্ঠানকে সামনে রেখে নাচ-গানের অনুশীলন করছিলেন শিক্ষার্থীরা। অভিযোগ পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী  শেখর রায়। অভিযোগপত্র হতে জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নাচ-গানের অনুশীলন কক্ষে ওই শিক্ষক প্রবেশ করেন। এসময় কয়েকজন ছাত্রী নাচ করছিলেন। তা দেখে তিনি বলেন, রমণীরা আপনারা নাচেন, আমি দেখি। এসময় শিক্ষার্থীরা নাচলে টাকা উড়াবেন বলেও ওই শিক্ষক মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে নাচের বদলে টাকা দেয়ার বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। তখন একজনের কাছ থেকে টাকা নিয়ে উড়িয়ে ওই শিক্ষক বলেন, টাকা উড়ানো একটি শিল্প। এতে শিক্ষার্থীরা অপমানবোধ করেন। পরে বিভাগে তারা অভিযোগপত্র দেন। যোগাযোগ করা হলে টাকা ওড়ানোর বিষয়টা ভিত্তিহীন বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন। অশালীন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, মজার ছলে কিছু কথা বলেছিলাম, শিক্ষার্থীরা ব্যাপারটা এরকমভাবে নেবে আমি বুঝতে পারিনি। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ইংলিশ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষককে ওই ব্যাচের কোর্স থেকে অব্যাহতি  দেয়া হয়েছে। ভবিষ্যতে তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলেও জানান বিভাগীয় প্রধান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status