অনলাইন

গ্রীষ্মে ক্যাজুয়াল কালেকশন নিয়ে গ্রামীণ ইউনিক্লো

অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৮:৫৭ পূর্বাহ্ন

গতানুগতিক কালেকশনের ধারাকে ভেঙ্গে ভিন্ন ধরনের পরিপূর্ণ সাম গ্রীষ্মের কালেকশন নিয়ে এবার প্রস্তুত গ্রামীণ ইউনিক্লো। শীতের বিদায়ের সঙ্গে আমাদের পোশাকেও আসে ব্যাপক পরিবর্তন। মোটা, ভারী কাপড় উঠে গিয়ে আলমারিতে স্থান পায় পাতলা ও হালকা আরামদায়ক ক্যাজুয়াল পোশাক। মোটা কাপড়ের কামিজ কিংবা ব্লেজারের পরিবর্তে পাতলা টপস্ আর টি-শার্ট বা শার্ট শোভা পায় সবার ফ্যাশনে। এই পরিবর্তনকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ইউনিক্লো এবার গ্রীষ্মে সম্পূর্ণ ক্যাজুয়াল কালেকশন নিয়ে হাজির হয়েছে।

গ্রামীণ ইউনিক্লো’র সামার/গ্রীষ্মের ক্যাজুয়াল কালেকশনে এবার ছেলেরা খুঁজে পাবে বিভিন্ন ধরণের গ্রাফিক টি-শার্ট, সলিড পোলো শার্ট, প্রিন্টেড পোলো শার্ট, স্ট্রাইপড পোলো শার্ট, পাতলা প্রিন্টেড শার্ট, শর্ট স্লিভ শার্ট, নতুন ইজি প্যান্টস, জিন্স, বক্সার ব্রিফস্, ট্যাংক টপস্, শর্ট মোজা সহ আরো অনেক আইটেম। একই সাথে মেয়েদের জন্য থাকছে বিভিন্ন রং ও ডিজাইনের গ্রাফিক টি-শার্ট, শ্রাগ, হালকা ও পাতলা আরামদায়ক কামিজ, জিন্স, ডেনিম লেগিংস্ সহ আরো অনেক কিছু। ছেলেদের এসব আইটেম পাওয়া যাবে ১৫০ থেকে ১৯৯০ টাকার মধ্যে এবং মেয়েদের পোশাক পাওয়া যাবে ৩৯০ থেকে ২৬৯০ টাকার মধ্যে।

গ্রামীন ইউনিক্লো আউলেট লোকেশন: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড ও জয়দেবপুর বাজার রোড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status