বিশ্বজমিন

ভারত হামলা চালালে প্রতিশোধ নেবে পাকিস্তান

মানবজমিন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ২:৫২ পূর্বাহ্ন

পালওয়ামা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারত যদি হামলা চালায় তাহলে প্রতিশোধ নেবে পাকিস্তান। ১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পালওয়ামা হামলার পর এ বিষয়ে প্রথম মুখ খুললেন ইমরান খান। ওই হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের কমপক্ষে ৪০ জওয়ান নিহত হন। এর দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। ভারত এ জন্য দায়ী করছে পাকিস্তানকে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইমরান খান। তিনি উপযুক্ত প্রমাণ চেয়েছেন। বলেছেন, পালওয়ামা হামলায় পাকিস্তান জড়িত নয়। তিনি বলেন, ভারতে সামনে নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এই হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে এ সঙ্কট ভারতের ভিতরকার ইমরান খান এটা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, যদি এসব প্রমাণ গুরুত্বর হয়, দয়া করে তার একটি পরিষ্কার করুন। যদি আক্রমণ চালানো হয় পাকিস্তানে, তাহলে পাকিস্তানও প্রতিশোধ নেবে। এ সময় তিনি সমস্যা সমাধানে আলোচনার কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status