খেলা

বাংলাদেশের বিপক্ষেই রেকর্ড গড়বেন রস টেলর!

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ২:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার লক্ষ্য হোয়াইটওয়াশের। আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় ডানেডিনোতে হোয়াইটওয়াশের লক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর এই ওয়ানডেতেই রস টেলরের সামনে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের মাইলফলক। আর মাত্র ৫১ রান করলে তিনি পিছনে ফেলবেন কিউইদের সাবেক ব্যাটসম্যান স্টেফেন ফ্লেমিংকে। ২৭৯ ম্যাচ খেলে ফ্লেমিংয়ের সংগ্রহ ৮ হাজার সাত রান। আর টেলরের সংগ্রহ ২১৭ ম্যাচে ৭ হাজার ৯৫৭ রান। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও টেলরের ঝুলিতে। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। রেকর্ড সর্ম্পকে টেলর বলেন, ‘আপনি যখন প্রচুর ম্যাচ খেলবেন রেকর্ড নিজে নিজে আপনার কাছে আসবে। ফ্লেমিংকে দেখে আমরা বড় হয়েছি। আমার মেন্টর মার্টিন ক্রো বলতেন, সব সময় রেকর্ড গড়ার চেস্টা কর।’ ২০০৬ সালে ফ্লেমিংয়ের অধীনে অভিষেক হয় রস টেলরের। কিউইদের এই তারকা ব্যাটসম্যান আরো বলেন, ‘রেকর্ড গড়া হয় অন্যজন সেটা ভাঙার জন্যে। আমি চাই এই রেকর্ডটা কেন উইলিয়ামসন কিংবা মার্টিন গাপটিল ভাঙেবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status