বিনোদন

ঢাকায় প্রিয়তী

স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তী এখন ঢাকায়। বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়তী আয়ারল্যান্ড থেকে ঢাকায় এসেছেন প্রায় এক সপ্তাহ হলো। এর মাধ্যমে দীর্ঘদিন পর নিজ দেশে ফিরেছেন তিনি। তবে এবার বেশ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তিনি। চলতি একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তার আত্মজীবনীমূলক বই ‘প্রিয়তীর আয়নায়’। দেশ পাবলিকেশন্সের ব্যানারে আর এ বইটির মোড়ক উন্মোচন হচ্ছে আজ। আর সেখানে উপস্থিত থাকবেন প্রিয়তী। ভক্তদের সঙ্গে দেখা করবেন, বই নিয়ে কথা বলবেন ও অটোগ্রাফও দেবেন এ গ্ল্যামারাস কন্যা। এবার কি কেবল বইমেলার জন্যই আসা? প্রিয়তী উত্তরে বলেন, সত্যি বলতে এবার বইমেলার জন্যই মূলত এসেছি। তাছাড়া পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গেও দেখা হচ্ছে। ফেব্রুয়ারিতে দেশে আসতে ভালো লাগে আমার। কারণ, এমনিতেই ফাল্গুন মাস। তার ওপর একুশে গ্রন্থমেলা চলে। এ দুটি বিষয় আমি ভীষণ উপভোগ করি। তাছাড়া আমার আত্মজীবনিমূলক বইটি বের হচ্ছে আজ। ‘প্রিয়তীর আয়না’ শীর্ষক বইটি প্রকাশের আগেই অনেক আলোচনা হচ্ছে। ‘প্রিয়তীর আয়না’ বের হওয়ার আগেই এত সমালোচনা, এত অনুসন্ধান, এত শঙ্কা! আগে তো বইটি প্রকাশ হতে দেয়া উচিত। আগে তো পাঠকদের অনুধাবন করতে দেয়া উচিত যে কতবার হৃদয় ভেদ করে শব্দগুলো বের হয়ে হয়ে একেকটি বাক্যে রূপান্তরিত হয়েছে, স্পর্শ তো করতে দিন আজকের এই প্রিয়তীকে বইয়ের পাতায় পাতায়, স্বপ্ন তো বুনতে দিন আকাশ ছোঁয়ার, ঠিক আমি যেমনটি করে শুরু করেছিলাম একা, সম্পূর্ণ একা। সবাইকে আমন্ত্রণ রইলো আজ বইমেলায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status