দেশ বিদেশ

নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সিলেটে কামরান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবদুল মোমিন চৌধুরীর সমর্থনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, উন্নয়নের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, সর্বস্তরের জনগণের প্রতীক নৌকা। আর এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে কানাইঘাটের মাটি থেকে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার আহ্বান জানান। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম এবং এড. আব্দুস ছাত্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সম্পাদক এমাজউদ্দীন মানিক, কার্য নির্বাহী সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, ৭নং দক্ষিণ বাণীগ্রামের  ইউপির চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য রিংকু চক্রবর্তী, ৩নং দিঘীরপার ইউপির সভাপতি চেয়ারম্যান আলী হোসেন কাজল, মোহাম্মদ জাকারিয়া, ১নং লক্ষ্মীপ্রসাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি কয়সর আহমদ, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি ফখর উদ্দিন, ৫নং বড়চতুল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি সুবেদার আফতাব, ৬নং সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মামুন রশীদ, ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি হাবিব আহমদ, ৯নং রাজাগঞ্জ ইউপি আওয়ামী লীগের সভাপতি আজিজ আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা শামীম ইকবাল, আবদুল হেকীম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আকতার আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status