এক্সক্লুসিভ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় পাঁচজন নিহত ও অন্তত বিশজন আহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার ওরসে যাচ্ছিলেন। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল হক ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, শনিবার সন্ধ্যায় খুলনার খালিশপুর থেকে ফটিকছড়ি মাইজভাণ্ডার ওরসগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৯৪৫) রওয়ানা করে। পথিমধ্যে রোববার ভোরে মহাসড়কের গাংরা এলাকায় ওভারটেকিং করার সময় বাসটি মালবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন বাসের পাঁচ যাত্রী। নিহতরা হলেন- খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফ্‌ফর আলীর ছেলে সালাম মিয়া (৫২), একই বাসের যাত্রী আনোয়ার হোসেন (৪৫)। আহত হন অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status