অনলাইন

ইয়াবা: আত্মসমর্পণ কৌশল কতটা কাজে লাগবে?

বিবিসি বাংলা

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশের কক্সবাজারের জেলার মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে ঘটা করে আত্মসমর্পণের পর এটি মাদক নিয়ন্ত্রণে কতটা কাজে লাগবে তা নিয়েই প্রশ্ন উঠছে।

কক্সবাজার জেলার তালিকাভুক্ত প্রায় সহস্রাধিক মাদক ব্যবসায়ীর মধ্যে শনিবার বিশেষ আয়োজনের মাধ্যমে আত্মসমর্পণ করেছে মাত্র ১০২ জন।

পুলিশ বলছে এরপরেও যারা মাদক ব্যবসা থেকে সরে আসবেনা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে তারা।

তবে যেখানে ইয়াবা বা এ ধরণের মাদকে বিরুদ্ধে সম্প্রতি কঠোর আইন হয়েছে সেখানে সরাসরি আইনি পন্থায় না গিয়ে এসব মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের সুযোগ দেয়ার সমালোচনা করছেন মানবাধিকার আইনজীবী সালমা আলী।

তিনি বলছেন, "অনেক সময় ডাকাত বা এ ধরনের অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। কিন্তু এখানে কিন্তু এই অপরাধীরা থেকেই যাবে। এক্ষেত্রে অপরাধীদের ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ভাবে মাদক পাচার বন্ধ করা যাবেনা"।

সালমা আলী বলছেন টেকনাফ অঞ্চলে মাদক ব্যবসায়ীদের এমন সহজ ভাবে দেখার সুযোগ নেই। বরং তাদের বিরুদ্ধে সর্বাত্মক আইনি পন্থা গ্রহণ করা দরকার এবং এজন্য বিশেষভাবে দক্ষ কর্মকর্তাদের বিশেষভাবে দায়িত্ব দেয়া উচিত যারা দীর্ঘমেয়াদে মাদক ও মানব পাচারে কার্যকর ভূমিকা রাখবেন।

তবে অপরাধ বিষয়ক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষক শাহারিয়া আফরিন বলছেন আগে অনেক অভিযান হয়েছে কিন্তু তাতে করে খুব বেশি সুফল আসেনি। তিনি মনে করেন হয়তো সে কারণেই আত্মসমর্পণের কৌশল নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, "মাদক এমন পর্যায়ে পৌঁছেছে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা তাই যত ভাবে চেষ্টা করা যায়। তবে সব অপরাধের ক্ষেত্রে সব পদক্ষেপ কাজে লাগেনা। অভিযান তো অনেক হলো। তাই এবার হয়তো পুলিশ ভেবেছে দেখি এই কৌশলে কাজ হয় কি-না"।

শনিবার আত্মসমর্পণ অনুষ্ঠানের পর পুলিশ জানিয়েছিলো যে তাদের কাছে থাকা 'ইয়াবা গড ফাদারদের' তালিকায় যে ৭৩ জনের নাম আছে, তাদের ৩০ জন আত্মসমর্পণ করেছে। আর সাথে যে বাকী ৭০ জন আত্মসমর্পণ করেছে তারা পুলিশের ব্যাপক অভিযানের কারণেই পালিয়ে বেড়াচ্ছিলো।

জেলা পুলিশ সুপার বি এম মাসুদ হোসেন বিবিসিকে বলছেন যে এই আত্মসমর্পণকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং আত্মসমর্পণের পর তারা নিজেরাও পুলিশকে সহযোগিতা করতে শুরু করেছে। তবে তাদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো তারা নিজেরাই সেগুলো মোকাবেলা করবে।

তিনি বলেন, "তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছি। কারা গোপনে বা নতুন করে ব্যবসা করছে তাদের নাম পেয়েছি। হুন্ডি কিভাবে হয়। এসব তথ্য সামনে আমাদের কাজে লাগবে"।

এই পুলিশ কর্মকর্তা বলছেন যারা আত্মসমর্পণ করেছে তাদের আত্মসমর্পণের আগে কিছু শর্ত মেনেই সেটা করেছে। এখন সেই শর্ত পালন করলে ওই অঞ্চলে মাদক বিরোধী অভিযান সামনে আরও কার্যকর হবে।

তিনি বলেন, "এখন অভিযান করতে সুবিধা হবে। আত্মসমর্পণ যারা করেছে তারা শর্ত মানলে ভালো, না মানলে ব্যবস্থা নেয়া হবে"।

আইনজীবী সালমা আলী অবশ্য বলছেন, মাদককে আলাদা করে দেখলে এটি প্রতিরোধ কঠিন হবে কারণ গত কয়েক বছরে মাদক ও মানব পাচার এমন পর্যাযে পৌঁছেছে যে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ ছাড়া আর কোনো কৌশলই খুব বেশি কার্যকর হবে বলে মনে করেননা তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status