বাংলারজমিন

চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৫১ পূর্বাহ্ন

আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিলেট সদর উপজেলার ৫ বাগান চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আশফাক আহমদ। বুরজান চা বাগান মাণ্ডপে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্টু রঞ্জন সিং -এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আতাউর রহমান শামীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আশফাক আহমদ বলেন, বিগত ১০ বছরে অবহেলিত চা জনগোষ্ঠীকে জীবন মানোন্নয়নের ক্ষেত্রে বহু অগ্রসর করেছি। তাদের সন্তানদের পড়া লেখা, স্বাস্থ্য সেবা, ঘরবাড়ি, পোশাক আশাক, চাল চলনসহ সবদিক দিয়েই সরকারের মাধ্যমে সুবিধা প্রধান করা হচ্ছে। আর এগুলোর মূল পরিকল্পনাকারী আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।  
আমরা সবাই তার নির্দেশনা মোতাবেক চলছি। আমরা এখন আর পিছিয়ে পড়া জাতি নই। আমরা সকল ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতায় এদেশটাকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদেরও জীবনমান উন্নত হচ্ছে। নৌকায় ভোট দিলে চা জনগোষ্ঠী আরো উন্নত হবে। তাই আসুন উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইকবাল আহমদ, জয়নাল আবেদীন, মোবারক হোসেন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলন কর্মকার দুলু, মো. রবু মিয়া, শিবাস মাহালী, সাবেক মহিলা মেম্বার সুগারানী বসাক, বিকাশ রঞ্জন দাস, অমল নায়েক, মনো নায়েক, কালাগুল পঞ্চায়েত সভাপতি রঞ্জু নায়েক, ছড়াগাং পঞ্চায়েত সভাপতি কমল চাষা, খাদিম পঞ্চায়েত সভাপতি সবুজ তাঁতী, বুরজান পঞ্চায়েত সভাপতি রতিলাল নায়েক, বুরজান চা কারখানা সভাপতি বিকাশ ব্যানার্জি, সুশান্ত চাষা, সুমন ব্যক্তী, আবির কর্মকার, সাদ্দাম হোসেন, মোহন ব্যক্তী প্রমুখ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status