বাংলারজমিন

ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে ডিআইজি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

 ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সুনামগঞ্জে’র পুলিশ সুপার বরকত উল্লাহ খান। শনিবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে ১নং পিআইসি কর্তৃক নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ দু’কর্মকর্তা। পরিদর্শনকালে বাঁধ নির্মাণের ক্ষেত্রে কিছু ত্রুটির কথা উল্লেখ করেন ডিআইজি। এসব ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করার পরামর্শও দেন তিনি। বাঁধের স্লোপ যথাযথ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে পিআইসি’র কাছ থেকে সঠিক কাজ আদায় করে নেয়ার জন্য, ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ভানুজয় দাসকে বলেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার জন্য ডিআইজি কামরুল আহসান, পিআইসি’র সভাপতিসহ সদস্যবৃন্দকে তাগিদ প্রদান করেন। পরিদর্শনকালে এসপি মিজানুর রহমান, এডিশনাল এসপি (ছাতক সার্কেল) দোলন মিয়া, ছাতক থানা অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশিদ, নোয়ারাই ইউপি চেয়ারম্যান পীর দেওয়ান আবদুল খালেক রাজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ভানুজয় দাস, ১নং পিআইসি’র সভাপতি রাশিদ আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ২০১৮-২০১৯ অর্থবছরের ১নং প্রকল্পে নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওর রক্ষা বাঁধ নির্মাণে ৩টি পিআইসি গঠন করা হয়। ১নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কর্তৃক ১.৩৭৫কি.মি. ভাঙ্গা বন্ধ করন ও মেরামতের জন্য সরকারি ১৬ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ১৭ই জানুয়ারি থেকে কাজ শুরু করে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। ছাতকে নাইন্দার হাওরের জন্য ৩টি, দেখার হাওরের জন্য ৩টি ও চাউলী হাওরের বাঁধ নির্মাণের জন্য একটি পিআইসি গঠন করা হয়। ডিআইজি কামরুল আহসান ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান যথাসময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য প্রতিটি পিআইসির দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এর আগে ডিআইজি কামরুল আহসান লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা পরিদর্শন করেন। লাফার্জ হোলসিম প্ল্যান্টের ম্যানেজার হারপাল সিং এবং লাফার্জের কর্মকর্তারা লাফার্জের উৎপাদন কার্যক্রম সম্পর্কে তাকে অহিত করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status