বাংলারজমিন

গ ণ সং যো গ

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৩৬ পূর্বাহ্ন

কটিয়াদীতে তানিয়া

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: তফসিল অনুযায়ী আগামী ২৪শে মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তানিয়া সুলতানা হ্যাপী ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে শীর্ষ মহলে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি উপজেলার পৌর ও প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। তানিয়া সুলতানা হ্যাপী বলেন, আমি ইডেন কলেজের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তরুণ এবং নারী নেতৃত্বকে প্রাধান্য দেয়ার যে আশ্বাস দিয়েছেন, এসব বিবেচনায় আমি এর অন্যতম দাবিদার। আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবো।
গোয়াইনঘাটে গোলাপ মিয়া

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রার্থী গোলাপ মিয়া গণসংযোগ করেছেন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদর, বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিভিন্ন মার্কেট, বিপণিবিতান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন স্থানের জনসাধারণের সঙ্গে গণসংযোগ এবং কুশল বিনিময় করেন তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা গোয়াইনঘাটের ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের নাগরিক গোলাপ মিয়া আসন্ন নির্বাচনে গোয়াইনঘাট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হওয়ার দৌড়ে চার জনের তালিকায় ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতিপূর্বে ঘোষণা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোয়াইনঘাটে শুক্রবারে গণসংযোগ ও প্রচারণায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, আমার কোনো পিছুটান নেই, আল্লাহতালা আমাকে অনেক দিয়েছেন। আমি যদি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হতে পারি তাহলে গোয়াইনঘাটের মাটি ও মানুষের জন্য কাজ করব। আমার দ্বারা ঘুষ, দুর্নীতি কিংবা কোনো ধরনের অনিয়ম হবে না। আমি জনগণের সেবক হয়ে পাশে দাঁড়ানোর জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি।
কুলিয়ারচরে ইয়াছির মিয়া

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ২৪শে মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠত হবে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত চেয়াম্যন প্রার্থী হিসেবে আলহাজ ইয়াছির মিয়া ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু দিন ধরে বিভিন্ন হাট-বাজার ও বাসস্ট্যান্ডে গণসংযোগ করে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নের। প্রচারণার অংশ হিসেবে উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে ব্যানার ও বিভন্ন স্থাপনায় রঙিন পোস্টার শোভা পাচ্ছে। তাছাড়া তিনি গত শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড, ছয়সূতী বাসস্ট্যান্ড ও বড়ছয়সূতী চকবাজারে গণসংযোগ করেন এবং ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও বড়ছয়সূতী চকবাজারের দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সেখান থেকে আলালপুর, ফরিদপুর দিয়ে ডুমরাকান্দা বাজার হয়ে নিজ বাড়িতে যান। গণসংযোগ কালে তিনি বাসস্ট্যান্ড ও বাজারের ভোটার এবং ব্যবসায়ীদের মাঝে ১১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। লিফলেটে উল্লেখ করা হয় নির্বাচিত হলে তিনি নিজ উদ্যোগে প্রতি সপ্তাহে সকল ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের নিজ খরচে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে, মাদক নিরাময় কেন্দ্র স্থাপন ও মাদকমুক্ত কুলিয়ারচর উপজেলায় রূপান্তর করা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে মাসিক ভাতা প্রদান, উপজেলা পরিষদ থেকে প্রাপ্য সম্মনি দরিদ্র কৃষকদের কল্যাণে ব্যয় করা, গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করা, বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status