বাংলারজমিন

‘স্বজনদের সঙ্গে সেতুবন্ধনই আমাদের লক্ষ্য’

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৩৪ পূর্বাহ্ন

দেশের স্বজনদের সঙ্গে ফুটবল খেলার মাধ্যমে সেতুবন্ধন সৃষ্টি আর শেকড়ের সন্ধানে পিতৃভূমির মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক স্থাপনের লক্ষ্যেই ওসমানীনগর হেরিটেইজ ট্যুরের আয়োজন। যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলার প্রবাসী খেলোয়াড় নিয়ে গঠন করা টিম দুই উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার পাশাপাশি এ অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ আর্থ-সামাজিক উন্নয়ন কাজ করার জন্য এ ট্যুর বলিষ্ঠ ভূমিকা পালন করবে। দেশের মানুষ যদি আমাদের খেলাসহ বিভিন্ন কার্যক্রমগুলোকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করলে ভবিষ্যতে আরো বড় আকারে কর্মসূচি নিতে আমরা উৎসাহী হবো। গতকাল শনিবার রাতে গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যস্থ প্রবাসী ওসমানীনগর-বালাগঞ্জের বসবাসরত ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশে আগত ওসমানীনগর হেরিটেইজ ট্যুরের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন। ওসমানীনগর-বালাগঞ্জ ফুটবল টিম ইউকে ২৮ সদস্যের খেলোয়াড়রা গত শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ফুটবল টিমের খেলোয়াড় দেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন টিমের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ওসমানীনগর-বালাগঞ্জের খেলোয়াড়রা। পরে গোয়ালাবাজারস্থ রাজভোজন রেস্টুরেন্টে ওসমানীনগর-বালাগঞ্জ ফুটবল টিম ইউকে সপ্তাহব্যাপী সফরের লক্ষ্য ও উদ্দেশ্যসহ বিভিন্ন দিক নিয়ে সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জাওয়ার আলী সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তাদের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। বক্তব্য দেন সংগঠনের চেয়ারপারসন সৈয়দ সালিক আহমদ, টিম ম্যানেজার রাশিদ আলী, সহকারী ম্যানেজার মোহাম্মদ নাসির, তারেক আহমদ,হাবিব আলী, আজমল আলী, আবুল হোসাইন, আজমান মিয়া, আবুল হোসাইন বক্তব্য রাখেন। ওসমানীনগর-বালাগঞ্জ ফুটবল টিম ইউকে সব কার্যক্রমের মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ভিউ ডট নিউজ’র সম্পাদক ও প্রকাশ এবং ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status