বিনোদন

সেরা পুরস্কার জিতে নিল ইরানি ছবি

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১২:২২ অপরাহ্ন

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর শেষ হলো গতকাল। এই প্রতিযোগিতা বিভাগে সেরা পুরস্কার জিতে নিল ইরানের সালেহ কাশেফি নির্মিত ইরানি ছবি ‘এ পেয়ার অব হর্নস অন এ ফিমেল হোমো সেপিয়েন্স’ ছবিটি। এ ছাড়া ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতেছে সুইডিশ ফিল্ম ‘হ্যান্ডস্ফ্রি’। শনিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। স্মার্টফোনে নির্মিত সালেহ কাশেফির ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে উঠে এসেছে এবারের উৎসবে বিশ্বের ৩৪টি দেশ থেকে ৯৫টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্য থেকে বাছাই করা হয় সেরা ৩৮টি চলচ্চিত্র। সেখান থেকে ১০টি চলচ্চিত্র অনুষ্ঠানের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়। প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘সেন্টিনেলস, উইথ লাভ ফ্রম গড, নেচার, ফোকাস, মার্গেরিটা, মিসড কল, স্যালভেশন অব অক্সিজেন, দ্য থেসপিয়ান, দ্য স্টোরি অব এ মোটরবাইক’। উৎসবে এ বছর অন্যতম আকর্ষণ হিসেবে ছিল ‘ওয়ান মিনিট’ বিভাগ। এ বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় সুইডেনের লুকাস ডার্নেলিয়াস নির্মিত ‘হ্যান্ডস্ফ্রি’। ওয়ান মিনিট ক্যাটাগরিতে লুকাস জিতে নেন সেরা চলচ্চিত্রকারের অ্যাওয়ার্ড। এই বিভাগে নির্বাচিত অন্য চলচ্চিত্রটি ছিল বাংলাদেশি তরুণ মুজাহিদুল ইসলাম জাহিন পরিচালিত ‘স্টোরি’। এ ছাড়াও ২৬টি চলচ্চিত্র নির্বাচিত হয় স্ক্রিনিং বিভাগে। গতকাল উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার মতিন রহমান। এ ছাড়া বিচারকম-লীর মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান এবং চলচ্চিত্রবিষয়ক লেখক বিধান রিবেরু। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসের সংগঠন সিনেমাস্কোপ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। আয়োজকেরা জানান, আগামী বছর উৎসবের জন্য চলচ্চিত্র জমা নেওয়া শুরু হবে চলতি বছরের ১লা এপ্রিল থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status