দেশ বিদেশ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১০:০১ পূর্বাহ্ন

রাজধানীর মালিবাগ ও কাওরান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মালিবাগে নয়ন কুমার সরকার (২৬) ও কারওয়ান বাজারে আবদুল বাতেন (৬৫)। গতকাল সকালে এমন দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক। নিহত নয়নের বন্ধু ফজলে রাব্বি জানান, নয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি করতেন। কয়েক মাস আগে নারীঘটিত বিষয়ে মানসিক সমস্যায় ভোগেন। গত মাসের শেষের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফের একই সমস্যা দেখা দেয়। প্রেমে ব্যর্থ হয়ে গতকাল সকালে মালিবাগ রেল গেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, নয়ন আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের। তার বাবার নাম ধীরেন্দ্র নাথ সরকার। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায়। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, গতকাল সকালে কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ী আবদুল বাতেন মারা যান। নিহতের ছেলে শাহিন জানান, তার বাবা আগে কাওরান বাজারে মাছের ব্যবসা করতেন। শুক্রবার তার বন্ধুদের সঙ্গে দেখা করতে কুমিল্লার হোমনায় গ্রামের বাড়ি থেকে কারওয়ান বাজার যান। গতকাল তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু সকালে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status