খেলা

ম্যানইউ’র দায়িত্বে ফিরছেন কোচ স্যার অ্যালেক্স

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

খবরটি চমকে দিতে পারে ফুটবলপ্রেমীদের। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে মূল দলের দায়িত্বে নয়, এক প্রদর্শনী ম্যাচে ম্যানইউর ডাগআউটে দাঁড়াবেন ইউরোপের ক্লাব ফুটবলের সফল এ কোচ।  দীর্ঘ ২৬ মৌসুম রেড ডেভিলদের ডাগআউট সামলে কোচ ফার্গুসন অবসরে গিয়েছেন ২০১৩ সালে। চলতি বছরের ২৬শে মে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ম্যানইউর নাটকীয় এক ফাইনাল জয়ের ২০ বছর পূর্ণ হবে। ১৯৯৯ সালের ২৬শে মে বায়ার্ন মিউনিখকে ইনজুরি সময়ের দুই গোলের সুবাদে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে কোচ ফার্গুসনের ম্যানইউ। ওই ম্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬শে মে ওল্ড ট্রাফোর্ডে বিশেষ এক প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। এতে মুখোমুখি হবে ‘লিজেন্ডস অব ম্যানচেস্টার ইউনাইটেড’ এবং ‘লিজেন্ডস অব বায়ার্ন মিউনিখ’। ম্যান ইউর কিংবদন্তির খেলোয়াড়দের নিয়ে গড়া দলের কোচের দায়িত্ব পালন করবেন ৭৭ বছর বয়সী স্যার অ্যালেক্স ফার্গুসন। সেবার ফাইনালে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে এগিয়ে শিরোপা উৎসবের অপেক্ষায় ছিল বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার টেডি শেরিংহাম। আর যোগ করা সময়ের শেষ মিনিটে গোল নিয়ে ম্যানইউকে নাটকীয় জয় এনে দেন নরওয়েজিয়ান মিডফিল্ডার ওলে গানার সোলশার। বর্তমানে সোলশার ম্যানচেস্টার ইউনাইটেড দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
১৯৮৬-৮৭  মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন অ্যালেক্স ফার্গুসন। দায়িত্বের ২৬ বছরে এ স্কটিশ কোচ ম্যানইউকে এনে দেন  ১৩টি প্রিমিয়ার লীগ, ৫টি এফএ কাপ, ১০টি কমিউনিটি শিল্ড, ২টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং ১টি ক্লাব বিশ্বকাপ শিরোপা। আর ২০১২-১৩ মৌসুমে কোচ ফার্গুসনের বিদায়ী আসরেই সবশেষ ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপার স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status