খেলা

ফরোয়ার্ডরা গোল পাওয়ায় স্বস্তি আবাহনী শিবিরে

স্পোর্টস রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

দেশি স্ট্রাইকারদের নিয়ে আক্ষেপ দীর্ঘদিনের। এই আক্ষেপে পুড়তে দেখা গেছে জাতীয় দলের বিদেশি কোচদের। বাংলাদেশের দায়িত্ব নিয়েই স্ট্রাইকারের খোঁজে এক প্রকার বিজ্ঞাপনই দিয়েছিলেন জেমি ডে। জাতীয় দলের ব্যর্থতার জন্য সিংহভাগই দায়ী এই স্ট্রাইকাররা। তবে চলতি লীগে আশার আলো দেখাচ্ছেন দেশি স্ট্রাইকাররা। তাদের পায়ে নিয়মিত গোলের দেখা মিলছে। দীর্ঘদিন পর গোলাদাতাদের তালিকাতেও বিদেশিদের সঙ্গে শোভা পাচ্ছে নাবীব নেওয়াজ জীবনের নাম। আবাহনীর এই স্ট্রাইকার ছয় ম্যাচে পাঁচ গোল করেছেন। নিয়মিত গোল করছেন বসুন্ধরা কিংসের মতিন মিয়া। আরামবাগের রবিউল ইসলাম, জাহিদ হাসানরাও গোল করে কোচের মুখে হাসি ফোটাচ্ছেন। এবার প্রথম ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। এই ভেন্যুতে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সপ্তম রাউন্ড শুরু হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সন্ধ্যায় ব্রাদার্সের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।
ষষ্ঠ রাউন্ড পর্যন্ত  অপরাজিত বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। চ্যাম্পিয়ন আবাহনীসহ অন্যরা এরিমধ্যে হারের স্বাদ পেয়েছে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে শেখ রাসেল। এ ম্যাচে রাসেলের প্রতিপক্ষ শেখ জামালের অবস্থা সুবিধার না। ছয় ম্যাচের মধ্যে তিনটিতে পয়েন্ট খুইয়েছে গতবারের রানার্সআপরা। তবে টানা তিন ম্যাচ জেতা দলটি চাইছে শেখ রাসেলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে। এদিকে সতর্ক শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। শেখ জামালের কোচ জোসেফ আফুসি প্রতিপক্ষের চেয়ে বেশি চিন্তিত ফরোয়ার্ডদের গোল খরা নিয়ে। ছয় ম্যাচে মাত্র সাত গোল করেছেন শেখ জামালের ফুটবলাররা। সাত গোলের মধ্যে তিনটি করেছেন দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো আরাইয়া। দুটি করেছেন সলোমন কিং, একটি এসেছে কিরগিজস্তানের ডিফেন্ডার ডেভিড টিটের পা থেকে। বাকি গোলটি করেছেন শাখাওয়াত হোসেন রনি। গত ম্যাচে জাতীয় দলের এই ফরোয়ার্ডের গোলেই ব্রাদার্সকে হারিয়েছিল শেখ জামাল। ফরোয়ার্ডদের গোল খরা নিয়ে আফুসি বলেন, আমরা প্রথম তিনটি ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছিলাম। কিন্তু গোল পায়নি। তাই পয়েন্ট খোয়াতে হয়েছিল। আস্তে আস্তে স্ট্রাইকারা গোল পাচ্ছে, জয়ও আসছে। তবে এ জায়গাটাতে আমাদের আরো উন্নতি করতে হবে।  তবে এদিক দিয়ে অনেকটা নির্ভার ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের যৌথভাবে শীর্ষে থাকা ঢাকা আবাহনী। ব্রাদার্সের ম্যাচের আগে তাদের স্বস্তি যোগাচ্ছে ফরোয়ার্ডদের নিয়মিত গোল পাওয়া। লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছে ঢাকা আবাহনী। যার মধ্যে আট গোল করেছেন আবাহনীর দুই ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও সানডে সিজুবা। ছয় ম্যাচে এ পর্যন্ত হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন জীবন। গত ম্যাচে আরামবাগের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। তাকে যোগ্য সহায়তা দিয়ে যাচ্ছেন সানডে সিজুবা। ছয় ম্যাচে তিন গোল করেছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
পয়েন্ট টেবিল
দল     ম্যাচ     জয়     ড্র     হার     গোল     পয়েন্ট
বসুন্ধরা     ৫     ৫     ০     ০     ১০/১    ১৫
আবাহনী     ৬     ৫     ০     ১     ১২/৬     ১৫
শেখ রাসেল     ৫     ৪     ১     ০     ৯/৩     ১৩
সাইফ স্পোর্টিং     ৬     ৪     ১     ১     ৮/৫     ১৩
শেখ জামাল     ৬     ৩     ২     ১     ৭/৬     ১০
আরামবাগ     ৬     ৩     ০     ৩     ৮/৬    ৯
চ.আবাহনী     ৬     ২     ২     ২     ৫/৬     ৮
মুক্তিযোদ্ধা     ৫     ২     ০     ৩     ৬/৬     ৬
ব্রাদার্স     ৫     ১     ০     ৪     ৬/৯     ৩
রহমতগঞ্জ     ৬     ০     ৩     ৩     ৭/১৩     ৩
মোহামেডান     ৫     ১     ০     ৪     ৪/১১    ৩
নোফেল      ৫     ০     ২     ৩     ৩/৮     ২
বিজেএমসি     ৬     ০     ২     ৪     ১/৬     ২

আজকের খেলা
প্রিমিয়ার ফুটবল লীগ
শেখ জামাল ও শেখ রাসেল
ঢাকা আবাহনী ও ব্রাদার্স
(বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বেলা ৩টা ৩০ ও বিকাল ৬টা ৩০ মিনিট)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status