খেলা

সর্বোচ্চ ৩৫ লাখ পাবেন মাশরাফি-মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) ড্রাফটের আগেই পুরনো দলে রয়ে গেছেন ৩০ ক্রিকেটার। ডিপিএলের নিয়ম অনুসারে গেল আসরে খেলা ৩ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দল গুলো।  সেই সুযোগে আবাহনী লি. ধরে রেখেছে মাশরাফি বিন মুর্তজাকে। ওয়ানডে অধিনায়ক নিউজিল্যান্ড সফর শেষে এই মাসেই দেশে ফিরবেন। আর সেই কারণেই তাকে দলে রাখা। এবার আইকন না থাকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা পাবেন মাশরাফি। এ ছাড়াও একই ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদও পাবেন ৩৫ লাখ টাকা। এই অলরাউন্ডারকে দলগুলো নিতে পারবেন ড্রাফটের তালিকা থেকে লটারির দিন। তবে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিকেও আছে ভিন্নতা। এই ক্যাটাগরির পারিশ্রমিক শুরু হবে সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে। সেই হিসেবে একই জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার ইরুল কায়েসের মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা। তাকে এবার রেখে দিয়েছে তার আগের  মৌসুমের ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স।
অন্যদিকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১০ জন ক্রিকেটারকে। যেখানে আবাহনীর রেখে দেয়া ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত পাবেন ২২ লাখ টাকা ও মোসাদ্দেক হোসেন সৈকত পাবেন ২০ লাখ টাকা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে রেখে দেয়া ক্রিকেটার মোহাম্মদ জিয়াউর রহমান এবং নুরুল হাসান সোহান পাবেন ২০ লাখ করে। এ ছাড়াও বি প্লাস ক্যাটাগরিতে থাকা তানভির হায়দার খান পাবেন ১৮ লাখ টাকা।  লিজেন্ডস অফ রূপগঞ্জের ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার মোহাম্মদ নাঈম ইসলাম পাবেন ২১ লাখ টাকা। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ‘এ’ ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার ফরহাদ রেজা এবং মার্শাল আইয়ুবের মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা করে। এ ছাড়াও প্রাইম ব্যাংকের আরিফুল হক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের শুভাগত হোম পাবেন ২০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ মূল্য ২৩ লাখ টাকা করে পাবেন দেশের  টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, ও স্পিনার তাইজুল ইসলাম। বাকিরা পাবেন ২০ লাখ টাকা করে। ‘বি প্লাস’ ক্যাটাগরির সর্বোচ্চ ১৮ লাখ করে টাকা পাবেন তাসকিন আহমেদ,  সৌম্য সরকার, মেহেদী মারুফ, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ চৌধুরী রাহী ও সোহাগ গাজী। এ ছাড়াও ‘বি’ ক্যাটাগরির মূল্য সর্বোচ্চ ১৪ ও সর্বনিম্ন ১০ লাখ টাকা ধরা হয়েছে।  আরো থাকছে ‘সি প্লাস’ , ‘সি’ ও ডি ক্যাটাগরি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status