খেলা

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৪১ পূর্বাহ্ন

আগেই জানানো হয়েছিল বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে থাকবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে স্কোয়াডে ঢুকবেন টপঅর্ডার কলিন মানরো। স্কোয়াড ঘোষণা হলেও উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়কত্ব করবেন কে তা নিশ্চিত করেনি কিউই বোর্ড। গতকাল দ্বিতীয় ম্যাচ চলাকালীন জানা গেল উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম। সিরিজের প্রথম দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। রান পেয়েছেন উইলিয়ামসন নিজেও। প্রথম ম্যাচে ১১ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে  সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়ার পথে উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৬ রান। ফলে শেষ ম্যাচটি পুরোপুরি চাপহীনভাবেই বিশ্রাম করতে পারবেন এই কিউই অধিনায়ক। এদিকে উইলিয়ামসন কিংবা অন্যান্য নিয়মিত অধিনায়কের অবর্তমানে এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন ল্যাথাম। ভিন্ন ভিন্ন সময়ে ৭টি ম্যাচে অধিনায়কত্ব করে দলকে জিতিয়েছেন ৫ ম্যাচে, পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য আশার আলো রয়েছে ল্যাথামের অধিনায়ক হওয়ার খবরেই। কেননা এখনো পর্যন্ত লাথামের নেতৃত্বে যে একটি ম্যাচে হেরেছে কিউইরা, সে ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষেই। ২০১৭ সালে আয়ারল্যান্ডের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচের অনুপ্রেরণা কাজে লাগিয়ে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যই থাকবে মাশরাফি বিন মুর্তজার দলের। ডানেডিনে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২০শে মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status