দেশ বিদেশ

সাভারে গুলিবিদ্ধ শ্রমিকসহ ৩ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সাভারে পৃথক স্থান থেকে একজন গুলিবিদ্ধ পোশাক শ্রমিকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল সকালে ও দুপুরে সাভারের কাঠগড়া, বলিয়াপুর ও এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- মাদারীপুর শিবচর থানার ছলু খলিফা কান্দি গ্রামের মো. ফজলুর রহমান খানের ছেলে মো. রাসেল খান (২৭), বগুড়া জেলার ধুনট থানা এলাকার ছালাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে রাজিয়া খাতুন (২৬) এবং ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকা থেকে (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটায় গুলিবিদ্ধ অবস্থায় রাসেল খানকে (২৭) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। নিহত রাসেল আশুলিয়ার জামগড়া এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির দোতলার একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় এনভয় পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলো। নিহত রাসেলের বাবা ফজলু খান জানান, রাতে কে বা কারা তার মুঠোফোনে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে। এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. অশোক কুমার জানান, গভীর রাতে ৮-১০ জন লোক রাসেল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার শরীরের চারটি স্থানে গুলিবিদ্ধের চিহ্ন পাওয়া যায়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গত দুই দিন পূর্বে নিহত রাসেলের এক বন্ধুর মুঠোফোন ছিনতাই হয়। রাসেল সেই মুঠোফোন উদ্ধারের জন্য শুক্রবার গভীর রাতে তার সঙ্গীয় পাঁচ বন্ধুকে নিয়ে শিমুলতলার জমিদার বাড়ি সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা গুলি চালায়। এতে রাসেলের সঙ্গীয়রা পালিয়ে গেলেও সে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। অপরদিকে সকালে আশুলিয়া কাঠগড়া মণ্ডলপাড়া এলাকার বাঁশঝাড়ের পাশ থেকে রাজিয়া খাতুন (২৬) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আগে সে পোশাক কারখানায় কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন। সে মণ্ডলপাড়া এলাকার আবদুর রশিদ মিয়ার বাড়ির একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিয়াউর রহমান নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status