বাংলারজমিন

চট্টগ্রামে প্রথমবারের মতো হলো এডুকেশন এক্স-পো ফর স্কুল’স

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে স্বনামধন্য স্কুলগুলো নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শিক্ষা বিষয়ক মেলা এডুকেশন এক্স-পো ফর স্কুল’স। শনিবার নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। সিটি মেয়র ছাড়াও অংশগ্রহনকারী শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইস্টার্ন ব্যাংক ও কেওয়াই স্টিল এর পৃষ্ঠপোষকতায় এই শিক্ষা বিষয়ক মেলায় নগরী খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম গ্রামার স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল (এনসি), সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, ফ্রোবেল একাডেমী, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, ক্রান্স মনটানা ইন্টারন্যাশনাল স্কুল, প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুল, কোয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল, বে-ভিউ স্কুল, দি অক্সফোর্ড ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি,অলিঁয়াস ফ্রঁসেজ দি চিটাগাং অংশগ্রহণ করে। এ শিক্ষা মেলার অভিভাবকদের পাশাপাশি অনেক শিশু শিক্ষার্থীরও সমগম ঘটে। অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের সেরা সেরা বিদ্যাপীঠ সমূহের উপস্থিতিতে এক মিলন মেলার রূপ ধারণ করে। যা সকাল ১০টা থেকে সন্ধ্যার ৬টা পর্যন্ত অভিভাবক ও দর্শণার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরে বেসরকারি পর্যায়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। যাদের লেখাপড়ার গুণগতমান অনেক উঁচু। এ সমস্ত প্রতিষ্ঠানে অধ্যায়নে আগ্রহী শিক্ষার্থীরা এই মেলার মাধ্যমে সব ধরনের দিক নিদের্শনা ও তথ্য লাভ করবে। দেশের অনেক শিক্ষার্থী এসব নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার আগ্রহী হলেও সঠিক তথ্য উপাত্ত ও দিকনির্দেশনা না পাওয়ার কারণে তাদের লালিত স্বপ্ন ব্যর্থ হচ্ছে। ইস্টার্ন ব্যাংক ও কেওয়াই স্টিল এর উদ্যোগে চট্টগ্রামের এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা এ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবে। এই জন্য মেলার আয়োজকদের ধন্যবাদ জানান মেয়র। মেলা আয়োজক প্রতিষ্ঠান এমএনএম বিজনেস কনসালটেন্সি এর পক্ষ হতে মাঞ্জুমা মোর্শেদ ও মোনা মাসুদ বলেন, চট্টগ্রামের এ ধরনের শিক্ষা মেলা প্রথম বারের মত হওয়ার পরও ব্যাপক সাড়া পেলে প্রতি বছর এমন মেলা আয়োজন করার জন্য তারা আশাবাদী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status