বাংলারজমিন

মাধবপুর-পদ্মছড়া সড়কের কাজের অনিয়ম তদন্তে দুদক

কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কমলগঞ্জের মাধবপুর-পদ্মছড়া সংযোগ সড়কের কাজের অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল। গতকাল শনিবার বিকালে দুদক সিলেটের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে দুদকের প্রতিনিধিদলটি সড়কের কাজের অনিয়ম সরজমিন তদন্ত করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কাজের ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলাপকালে দুদক সিলেটের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, কাজ নিম্নমানের প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। আগে তদন্ত শেষ হোক। তারপর এ নিয়ে ব্রিফ করা হবে। এরআগে মাধবপুর-পদ্মছড়া সংযোগ সড়কের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে বুধবার সড়কের কাজ বন্ধ করে দেন এলজিইডি দপ্তরের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী।
কমলগঞ্জের মাধবপুর-পদ্মছড়া সড়ক উন্নয়ন চে. ২২০০-৪১১৩ মি. ও একই সড়কে ৩০৫২ মি. ও ৩৭১৭ মি. চেইনেজে ২টি ড্‌্েরনেজ কালভার্ট নির্মাণ এবং ৬০ মি. প্রোটেকশন কাজ চলছে। ‘এসডিআইআরআইআইপি’ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে প্রায় এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৪০৯ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিভাগ। সড়ক উন্নয়নের এ কাজ দরপত্রের মাধ্যমে পান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা মো. সুন্দর আলীর মেসার্স আদিল এন্টারপ্রাইজ। কাজটির কার্যাদেশ পেয়ে গত বছরের ১৫ই সেপ্টেম্বর সড়কের কাজ শুরু করেন কাজের ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ সড়কটির কাজ শুরু থেকেই কাজের শিডিউলের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো সড়কের ম্যাকাডম কাজ করেন। এতে তিনি ব্যবহার করেন নিম্নমানের ইটের খোয়াসহ নির্মাণ সামগ্রী। কাজটির তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেমসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে সড়কের কালভার্ট নির্মাণ সহ সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে সড়কের মূল কাজ শুরুর আগেই নবনির্মিত কালভার্টটি ভেঙে পড়ে। এ ছাড়া সড়কের কাজ এক নম্বর ইটের খোয়া দিয়ে করার নিয়ম থাকলেও নিম্নমানের ইটের খোয়া (কংক্রিট) ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া তিন নম্বর ইটের নিম্নমানের খোয়া ও মাটি-বালু মিশ্রিত বালু দিয়ে সড়কের ম্যাকাডম করা হয়। সড়ক উন্নয়ন কাজে নিজ ইচ্ছামত স্পেসিফিকেশনবহির্ভূত অত্যন্ত নিম্নমানের খোয়া ব্যবহার করায় গত ১২ই ফেব্রুয়ারি এক পত্রে উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মো. জাহিদুল ইসলাম নিম্নমানের নির্মাণ সামগ্রীসহ খোয়া সাইট থেকে সরিয়ে নেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হলেও তা আমলে নেননি ক্ষমতাসীন দলের এ ঠিকাদার। পরে বুধবার মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুর রশীদ খান মাধবপুর-পদ্মছড়া সংযোগ সড়কের কাজ সরজমিন পরিদর্শনকালে সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে কাজের সাইট থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী তুলে নেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়। এনিয়ে দৈনিক মানবজমিনে ‘মাধবপুর-পদ্মছড়া সংযোগ সড়কের কাজে অনিয়ম, ভেঙে গেছে নবনির্মিত কালভার্ট’ শিরোনামে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মানবজমিনে সংবাদ প্রকাশের একদিন পর গতকাল সড়কটির কাজের অনিয়ম তদন্তে দুদকের একটি দল মাঠে নামে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status