বাংলারজমিন

ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীতে রংপুরে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:১৭ পূর্বাহ্ন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে পীরগঞ্জের লালদিঘি ফতেহপুরে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ড. ওয়াজেদ মিয়া’র পরিবার, আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন। এ সময় ড. এমএ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পীরগঞ্জ ও রংপুরে স্মৃতিচারণ, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি)-তে যথাযথ মর্যাদায় দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া’র জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফতেহপুর, পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়া’র সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তাদের এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক মুহা. শামসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল কবীর সুমনসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সবার অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status