বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ রূপগঞ্জে ২

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে বালুবাহী  ট্রাকের  ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীসহ ২ জন নৃত্যশিল্পী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয় অপর এক নারী নৃত্যশিল্পী। শুক্রবার  রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত নৃত্যশিল্পী আঁখি আক্তার জানান, শুক্রবার রাতে নরসিংদী থেকে এক?টি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মোটরসাইকেল যোগে ঢাকার মুগদায় যাচ্ছিলেন আঁখি আক্তারসহ তিনজন নৃত্যশিল্পী। রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক (যশোর-ট-৩২২) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কের মাঝখানে পড়ে যায়। এ সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নৃত্যশিল্পী চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা এলাকার শফিক মাস্টারের ছেলে হৃদয় (৩০), রাজধানীর মুগদা ঝিলপার এলাকার জাফর মিয়ার কন্যা নৃত্যশিল্পী শারমীন আক্তার (১৮)। এ সময় গুরুতর আহত হয় গাজীপুরের মীরেরগাঁও এলাকার নুর আলমের কন্যা নৃত্যশিল্পী অঁাঁখি আক্তার। তারা সবাই মুগদা এলাকায় বসবাস করতো। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছেন। গতকাল সকালে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত আঁখি আক্তারকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুরে ১
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে : রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় কাউনিয়ার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বিজলী ঘন্টি নামক এলাকায়। কল্যানী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম জানান, পীরগাছার মোহাম্মদ আলীর পুত্র জালাল উদ্দিন ও ইদ্রিস আলীর পুত্র আমেরিকা প্রবাসী মোজাদ্দিন মোটরসাইকেল যোগে রংপুরে আসছিলো। তারা বিজলী ঘন্টি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস'লে জালালের ম"ত্যু হয়। গুরুতর আহত অবস'ায় মোজাদ্দিনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status