বাংলারজমিন

পাকুন্দিয়ায় জলসা শুরু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

 পাকুন্দিয়া উপজেলার প্রখ্যাত পীরে কামেল মরহুম আব্দুল হালিম হুসাইনী (র.) এর ৫১তম মৃত্যুবার্ষিকী স্মরণে খতমে বোখারি শরীফ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ইছলাহী ও তালিমী জলসা শুরু হয়েছে। তারাকান্দি গ্রামে পীরে কামেল মরহুম আব্দুল হালিম হুসাইনী (র.) প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে দুই দিনব্যাপী এ জলসা শুরু হয়। প্রতিবছর এ জলসায় লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারো এর ব্যতিক্রম ঘটবে না বলে আয়োজক কমিটি সূত্রে জানা যায়। জলসার আনজাম দিতে দেড় হাজার স্বেচ্ছাসেবক কর্মী মোতায়েন করা হয়েছে। দুই দিনব্যাপী এ জলসায় প্রখ্যাত আলেম হযরত মাওলানা নূরুল ইসলাম ওলিপুরীসহ আন্তর্জাতিক ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। মঙ্গলবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে জলসার সমাপ্তি হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status