বাংলারজমিন

আপনার একটু সহযোগিতায় বাঁচবে অসুস্থ সজীব

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:২৮ পূর্বাহ্ন

 পড়াশোনা শেষে এনজিওতে চাকরি নিয়েছিল কুমিল্লার দেবিদ্বারের চাসারপাড় গ্রামের যুবক সজীব (২৭)। হঠাৎ একঝড়ে তার জীবন উলটপালট হয়ে যায়। গত আড়াই মাস আগে আক্রান্ত হয় মরণব্যাধি লিভার সিরোসিসে। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের ৬৬৬ নং ওয়ার্ডে ভর্তি আছে। মাতৃহীন সজীব চিকিৎসা করাতে গিয়ে সব কিছু বিক্রি করে দিয়েছেন। অসুস্থতার কারণে হারান চাকরিটাও। জন্মদাতা পিতাও তার খোঁজখবর নিচ্ছেন না। এলাকায় কয়েকজন বন্ধু মিলে অসহায় সজীবের চিকিৎসা করাচ্ছেন। এই পর্যন্ত দুই লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। সজীবের ভাই সোহেল জানান, চিকিৎসকরা বলেছেন- দীর্ঘদিন তার চিকিৎসা করাতে হবে। তার চিকিৎসায় প্রতিদিন প্রায় ১১ হাজার টাকা খরচ হচ্ছে। কয়েকজন বন্ধু মিলে তার চিকিৎসার খরচ চালিয়ে আসছিলাম। এখন সেই সম্বলও শেষ হয়ে গেছে। এখন সমাজের বিত্তবানরা একটু সহযোগিতার হাত বাড়ালে বাঁচবে সজীব। সহযোগিতা পাঠানোর জন্য সোহেল-এর সঙ্গে যোগাযোগ করুন (বিকাশ-০১৭২৮-২৮৫১৪৭)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status