বিনোদন

টার্গেট ১৩০

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:২৬ পূর্বাহ্ন

গত বছর ১০০টি গান প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরের। অডিও ইন্ডাস্ট্রির এই খরার সময়েও গানের এই সংখ্যা একটা বিস্ময়ই বটে! শুধু তাই নয়, সফলতার দিক দিয়েও গত বছর এগিয়ে ছিলেন তিনি। তার কণ্ঠে বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে সে বছর। প্রশংসিত হয়েছে তার পারফর্ম করা ভিডিওগুলোও। এদিকে এ বছর ১৩০টি গান করার ঘোষণা দিয়েছেন আসিফ। টার্গেট অনুযায়ী কাজও করছেন তিনি। তুমুল ব্যস্ত সময় এখন পার করছেন রেকর্ডিং ও শুটিংয়ে। এর বাইরে স্টেজ শোতেও ব্যস্ত হয়েছেন এ গায়ক। বিভিন্ন কারণে কয়েক বছর  তেমন একটা স্টেজ শোতে পাওয়া যায়নি আসিফকে। তবে এবার বছরের শুরু থেকেই টানা শো করছেন তিনি। সব মিলিয়ে নতুন বছরেও বিরামহীনভাবে গান করে যাচ্ছেন এ তারকা। এরইমধ্যে জানুয়ারি ও চলতি ফেব্রুয়ারিতে বিভিন্ন কোম্পানি থেকে আসিফের ‘ভালোবাসি জানটা’, ‘মন হয়ে যায় ভালো’, ‘খুশিতে ঠ্যালায়’, ‘বস’, ‘তোর দুটি চোখে’, ‘শোনরে দুষ্টু মেয়ে’, ‘পাই না ক্ষমা’ প্রভৃতি গানগুলো প্রকাশ হয়েছে। গানগুলো এরইমধ্যে শ্রোতামহলে প্রশংসিতও হচ্ছে। কমপক্ষে আরো ৪০টি গান প্রস্তুত হয়েছে প্রকাশের জন্য। আর সামনে প্রায় ৩০টি নতুন গানে কণ্ঠ দেবেন তিনি। সব মিলিয়ে নতুন গানে এ বছরও সরব থাকতে দেখা যাবে আসিফকে। এ বিষয়ে তিনি বলেন, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। রেকর্ডিং ও শুটিংয়েই বেশিরভাগ সময় দিচ্ছি। আর স্টেজ শো তো রয়েছেই। আমি কাজে বিশ্বাসী একজন শিল্পী। কাজ করে যেতে ভালো লাগে। বিনোদনপ্রিয় মানুষের জন্য আমি গান করি। বিভিন্ন ধরনের গান আসবে সামনে। যার যেটা ভালো লাগবে শুনতে পারবে। তবে রেকর্ডিং ও শুটিংটা টানা পড়লে একটু ধকল হয়ে যায়। তারপরও সেটা কাটিয়ে উঠি শ্রোতাদের ভালোবাসায়। কারণ, আমি তাদের জন্যই আজকের আসিফ আকবর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status