বাংলারজমিন

সীতাকুণ্ডে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় পুলিশসহ আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ ধরতে গিয়ে সংঘর্ষে এসআইসহ পুলিশের ৪ জন আহত এবং ইয়াবা ব্যবসায়ীসহ ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুলতলা রাস্তার মাথায় ইয়াবা ব্যবসায়ী যুবলীগ নেতা অহিদুল আলমসহ কয়েকজন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে পুলিশ জানতে পারে। এ সংবাদ পেয়ে থানার এসআই হারুনুর রশিদ ও এসআই আমির হামজা ঘটনাস্থলে গিয়ে অহিদকে ইয়াবাসহ আটক করে। তাকে আটক করে পুলিশের ব্যবহৃত মাইক্রোতে (চট্টঃমেঃ-চ-১১-৩৫২৩) তুলে নিয়ে আসার সময় অহিদের সাঙ্গপাঙ্গরা গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায় এবং অহিদকে তার সঙ্গীরা ছিনিয়ে নিয়ে স্থানীয় আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা সদস্য মো. ইদ্রিছের অফিসে যায়। থানার অফিসার ইনচার্জের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (অপারেশন) মো. জাব্বারুল ইসলাম সংঘর্ষের ঘটনা শুনে বিপুল পরিমাণ পুলিশ ফোর্স গিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় অহিদসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ অহিদের দেহ তল্লাশি করে ১৩৬ পিস ইয়াবা পায়। পুলিশের ওপর হামলাকারী আটক অন্যরা হলো- মো. সাহাব উদ্দিন (৪২), সাদেক (২৫), নুর উদ্দিন (৩১), নয়ন (২৪) ও আলাউদ্দিন (৩৮)। আটক সবার বাড়ি সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায়। তবে বিগত কয়েক মাস পূর্বে ইয়াব ব্যবসায়ী অহিদ ইয়াবাসহ আটক হয়ে কয়েকবার জেলও খাটে। ইয়াবা ব্যবসায়ীর সাঙ্গপাঙ্গ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যরা হলো- এসআই হারুনুর রশিদ, এএসআই হাসান তারেক, কনস্টেবল মো. সোহেল ও মো. সোহাগ। ইয়াবা ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা এলাকায় মহা লঙ্কাকাণ্ড ও চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইদ্রিছ জানান, পুলিশ সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অহিদকে ইয়াবার মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য চেষ্টা করে। পুলিশের হ্যান্ডাকাফ পরা অবস্থায় অন্যরাসহ পরবর্তীতে আমার অফিসে এসে অবস্থান নেয়। পুলিশ এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ব্যাপারে মডেল থানার ওসি অপারেশন মো. জাব্বারুল ইসলাম বলেন, প্রকৃত পক্ষে অহিদ একজন মাদক ব্যবসায়ী এবং কয়েক মাস পূর্বে সে ইয়াবাসহ আটক হয়ে জেলও খাটে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status