বিশ্বজমিন

সৌদি ক্রাউন প্রিন্সের পাকিস্তান সফর বিলম্বিত

মানবজমিন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ২:০৩ পূর্বাহ্ন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর একদিন বিলম্বিত করা হয়েছে। আজ শনিবার তার ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা বিলম্বিত করে ১৭ই ফেব্রুয়ারি রোববার করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য দিয়েছে। এমন খবর প্রকাশ হয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
কি কারণে ওই সফর বিলম্বিত করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে সে সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু বলে নি। তবে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর মধ্যে রয়েছেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য, মন্ত্রী ও ব্যবসায়ীরা। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ হিসেবে অভিষিক্ত হন। তারপর এটাই হতে যাচ্ছে তার প্রথম পাকিস্তান সফর। এ সফরকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরে পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। এ ঘটনায় সৌদি আরব কড়া প্রতিবাদ জানায়। এরপরই আকস্মিকভাবে ক্রাউন প্রিন্সের সফরে ওই পরিবর্তন আনা হয়। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জৈশ ই মোহাম্মদ। এ হামলার কড়া নিন্দা জানিয়ে শুক্রবার সৌদি আরব ভারতের প্রতি তার সমর্থন প্রকাশ করে। ভারতের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইকে সমর্থন দেয় তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status