বিনোদন

‘চলচ্চিত্রের বাজারকে বিস্তৃত করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে’

কলকাতা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১:১০ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ছবির বাজারকে বিস্তৃত করতে দুই দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার কলকাতার নন্দন ২ প্রেক্ষাগৃহে চারদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমাদের ভাষা ও সংস্কৃতি যেখানে এক সেখানে শুধুমাত্র রাজনৈতিক সীমারেখা কোনও শিল্পকর্ম বা সংস্কৃতিকে বিভক্ত করতে পারেনা। তাইতো আমরা দুদেশ আজও আমাদের বাংলা সংস্কৃতিকে ধারণ করে রয়েছি। তিনি মনে করেন, এই উৎসব আমাদের দুদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমাদের দু দেশের সুদীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী জয়া আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন,  শুধু সিনেমা নয়, সিনেমার পাশাপাশি আমাদের দুদেশকে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে সার্বিকভাবে  ভাবতে হবে। পরিচালক গৌতম ঘোষ বলেছেন, বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে এবং আমাদের বাংলা চলচ্চিত্রকে বিস্তৃত করতে দুই দেশকেই উদ্যোগ নিতে হবে। চলচ্চিত্র বিনিময় বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। তার মতে, দুদেশের সিনেমা শিল্পকে আরও সমৃদ্ধ করতে যত্নবান হতে হবে চলচিত্রের কারিগরদেরও। অভিনেত্রী জয়া আহসান বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠেছে, সেই বন্ধনকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো যাবে না। অভিনেতা ফেরদৌস বলেছেন, চলচ্চিত্রই পারে আমাদের মনের বিভেদকে দূর করতে, আমাদের মনকে বিশাল করতে, আমাদের মানুৃষ হিসাবে গড়তে। চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে আমাদের বঙ্গবন্ধু। চারদিনের এই উৎসবে বাংলাদেশের ২৩টি ছবি দেখানো হচ্ছে। ছবিগুলি হল,  পুত্র, আমাদের বঙ্গবন্ধু (প্রামাণ্য চিত্র), পোস্টমাস্টার ৭১, স্বপ্নজাল, দহন, রাজনীতি, হেডমাস্টার, জীবনঢুলি, নেকাব্বরের মহাপ্রয়াণ, ঘটুপুত্র কমলা, নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার, গহীন বালুচর, আলফা, জান্নাত, জন্মভূমি, রাজপুত্র, পাঠশালা, সনাতন গল্প, মহুয়া সুন্দরী, জাগে প্রাণ পতাকায় জাতীয় সঙ্গীতে, খাঁচা, গেরিলা ও চিত্রা নদীর পাড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status