দেশ বিদেশ

আইনের বই ‘হোয়াট নেক্সট ইন দ্য ল’

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৪০ পূর্বাহ্ন

 বিংশ শতাব্দীর বিখ্যাত বিচারক লর্ড ডেনিং। ন্যায়বিচারের স্বার্থে পূর্বের নজির অগ্রাহ্য করার পক্ষপাতী ছিলেন তিনি। সাধারণ ভাষায় লিখতেন রায়। পক্ষপাতহীন বিচার ও জনগণের স্বার্থে তিনি ব্যবহার করতেন আইনকে। ন্যায়বিচারের তীব্র আকাঙ্ক্ষায় তিনি মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে যেতেন। বিশেষ করে আইনের ব্যাখ্যা না করে এবং আইন পরিবর্তন করা আদালতের কাজ কি না এমন প্রশ্নে। বুদ্ধিবৃত্তিক গুণের সঙ্গে তার সাধারণ স্বভাব ও আকর্ষণীয় ব্যবহারের মিল ছিল বেশ। লর্ড ডেনিংকে বলা হতো ‘জনগণের বিচারক’। পেশাগত জীবনের স্মৃতিচারণ ও আইন সংস্কারের বার্তা নিয়ে লিখেছেন বেশ কিছু বই। ১৯৮২ সালে লিখেন ‘হোয়াট নেক্সট ইন দ্য ল’ নামে একটি বই। ইংল্যান্ডের গত কয়েক শতাব্দীর শ্রেষ্ঠ আইন বিশারদ, জুরি ব্যবস্থা, আলোচিত বিভিন্ন মামলা ও ঘটনা, আইন সংস্কার, লিগ্যাল এইড ব্যবস্থা, মানহানি মামলা, গোপনতা ও আস্থা, বিল অব রাইটস এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কে বইটিতে আলোচনা করেছেন লর্ড ডেনিং। বইটি প্রকাশের পর কিছু লোক তার বিরুদ্ধে মানহানির মামলাও ঠুকে দিয়েছিল। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটির অনুবাদ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের এক বিচারক জীবরুল হাসান। প্রকাশ করেছে ঐতিহ্য। ৩৪৫ পৃষ্ঠার বইটির দাম সাড়ে পাঁচশো টাকা। অনুবাদের বিষয়ে জীবরুল হাসান বলেন, বিচার ব্যবস্থার ইতিহাস যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য বইটি খোরাক যোগাবে। ইংরেজিতে লেখা বইটিকে বাংলায় সুপাঠ্য ও সহজলভ্য করতে অনুবাদের পরিকল্পনা করি। বইটি প্রকাশে সহযোগিতার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সৈয়দা নাসরিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জীবরুল হাসান বইটি উৎসর্গ করেছেন তার মা আজিজুন নাহারকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক ও জেনোসাইড বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ২০১৩ সালে বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব (সিনিয়র সহকারী জজ) হিসেবে কর্মরত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status