বাংলারজমিন

কারো প্রতি অবিচার করা হবে না: এলজিআরডি মন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

 সবাই অগ্রাধিকার ভিত্তিতে স্বাধীন দেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সহানুভূতির সঙ্গে উপভোগ করবো। কারো প্রতি অবিচার করা হবে না। গতকাল বিকালে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে মহাস্থবির বরণ উদযাপন ও বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী মহাস্থবির বরণ উদযাপন ও বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনে ভারত, থাইল্যান্ড থেকে ওই সম্মেলনে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুরা যোগদান করেন। অনুষ্ঠানটির বৃহস্পতিবার সকাল ৯টা শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়। ২য় দিন শুক্রবার অনুষ্ঠানটির উদ্বোধন করেন জিনানন্দ মহাথের। এতে সভাপতিত্ব করেন দর্শন বারিধী অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ সবাই একসঙ্গে থাকবে। সবাই অগ্রধিকার ভিত্তিতে স্বাধীন দেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য শেখ হাসিনার কর্মপরিকল্পনা হাতে নিয়ে দেশের উন্নয়নে আমার মন্ত্রণালয় যথাযথভাবে কাজ করছে। শুধু কৃষির ওপর নির্ভর করলে চলবে না। দেশকে শিল্পায়নে রূপান্তরিত করতে হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য একটি গোষ্ঠী মহাপরিকল্পনা হাতে নেয়। এতে একুশে আগস্ট গ্রেনেট হামলা করে আইভী রহমানসহ ২৪ জন লোককে হত্যা করা হয়। গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমার মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ পরিবর্তন হচ্ছে আপনাদের পরিবর্তন হতে হবে। ছাত্ররা রাজনীতি করবে, লেখাপড়া করতে হবে। সমাজকে অপরাধমুক্ত রাখতে হবে। এ দেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। দল আমার কাছে প্রিয় কিন্তু নেতারা অপরাধমূলক কোনো কাজ করলে তাদের ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, বাবু অজিত চন্দ্র বড়ুয়া, জোটন সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শান্তি বানু, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status