বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে:  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দু‘জন।  শুক্রবার দুপুরে চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক সড়কে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রহিমা বেগম (৪৮) ও সুমাইয়া আক্তার (১৩)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায়।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক জামাল হোসেন (২৮) এবং যাত্রী তড়িৎ কান্তি গুহ (৪৮)। তাদের বাঁশখালীর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুরে ১
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ এলাকায় মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারী সদর উপজেলার চরমনসা এলাকায় হারুনুর রশিদের স্ত্রী। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে একই সময়ে উপজেলার মুজচৌধুরীরহাট সড়কে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়  জহির উদ্দিন ও সুফিয়ান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মঠবাড়িয়ায় স্কুলছাত্র
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আরমান (১৬) নামের এক ১০ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পাথরঘাটা চরখালী সড়কে তুষখালী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পার্শ্ববর্তী থানা ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে। সে মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জে ২
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতি চারা বটতলা এলাকায় বাস চাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান মিজান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status