বাংলারজমিন

ফসল রক্ষা বাঁধ নিয়ে মন্ত্রীর ক্ষোভ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

 হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ আশানুরূপ হচ্ছে না, বাঁধ নির্মাণে গোঁজামিল দেয়া হচ্ছে, কাজ শেষ না হওয়ার আগে টাকা দেয়া হবে না। শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি পিআইসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, হাওরের ফসল রক্ষার কাজটা যেভাবে আশা করেছিলাম সেরকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন। তাদের আরও সচেতন হতে বলেছি। তাদের বলছি, যেভাবে কাজ হয়েছে এই কাজের ওপরে কোনো পিআইসিকে টাকা দেয়া হবে না। কারণ, কাজটার যে মেজারমেন্ট দেয়া আছে, সে মেজারমেন্ট যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিতে রাজি না। তিনি আরো বলেন, আমরা নির্দেশ দিয়েছি তারা (পিআইসি) যদি কাজ সম্পন্ন করতে পারে তাহলে হাওর সেইফ হবে। আর সেটা হলেই পিআইসির জন্য যে টাকা বরাদ্দ আছে তারা তা পাবে। কিন্তু কাজ সম্পন্ন না করে টাকা পাবে না, আমরা কাজ সম্পন্ন না করলে টাকা দিতে রাজি নই।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ, প্রধান প্রকৌশলী নিজামুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক আ. আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হুসেন খান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status