বাংলারজমিন

সরাইলে ২ কলেজ ছাত্রের বাড়িতে হামলা, ভাঙচুর

সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

মাধ্যমিক পরীক্ষার্থী তিন ছাত্রীকে ইভটিজিং-এর অভিযোগ তুলে দুই কলেজ ছাত্রের বসতঘরে হামলা, ভাঙচুর করেছে লাল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একদল যুবক। হামলাকারীরা কলেজ পড়ুয়া দুই ছাত্রকে প্রাণনাশেরও হুমকি দিয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে সরাইল থানায় শ্লীলতাহানী, মারধর ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন। উপজেলার চুন্টা গ্রামে গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও একাধিক জনপ্রতিনিধি জানায়, দুলাল মিয়া, লাল মিয়া ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এরা কারণে অকারণে লোকজনের উপর অত্যাচার নির্যাতন করে। স্থানীয় নেতৃস্থানীয় ও গণ্যমান্য লোকদের কথাও শুনে না। লাল মিয়ার মেয়ে ও ভাতিজিসহ ৩-৪ জন অরুয়াইল কেন্দ্রে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত মঙ্গলবার পরীক্ষার্থী চুন্টা গ্রামের আল-আমীন (১৫) ভৈরব হাজী আসমত কলেজের সম্মান শ্রেণির ছাত্র সাইদ আনোয়ার বাবুর বিরুদ্ধে ওই ছাত্রীদের ইভটিজিং-করার অভিযোগ তুলে তাদের গোত্রের গাউছ নামের এক যুবক। বিষয়টিই শুনেই লাল মিয়া, ফুল মিয়া সহ ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ি থেকে এক আধা কিলোমিটার দূরে সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত আসনে) আছমা বেগম ও হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাবু ও আল-আমীনকে পেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে দুলাল মিয়াকে (৪৬) প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মামলা হয়েছে। তদন্ত চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status