বাংলারজমিন

ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের পাশে রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

 রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, গত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল বিজয় যারা মেনে নিতে পারেনি তারাই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। ২০১৩-১৪ সালে গণতন্ত্রের নামে গোটা দেশে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামায়াত তারই একটি বহিঃপ্রকাশ এখানে দেখতে পারছি। আজকে সেই অপশক্তি যখন বাংলাদেশের কোথাও সুবিধা করতে পারেনি তারা এ ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে এ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। মন্ত্রী গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাত অনুসারীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও আহতদের সকল ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আহমদিয়াদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এর আগে আহমদনগরে পৌঁছে তিনি সেখানে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি তাহের যুগল বলেন, বিগত ৭০ বছর ধরে আমরা এ এলাকায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কখনই এ ধরনের আক্রমণের শিকার হইনি। কিন্তু এবার পরিকল্পিতভাবে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে। আহমদনগর জামে মসজিদের ইমাম আব্দুল মতিন এখনো নানা হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সভায় দাবি করেন। উল্লেখ্য, আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবি নিয়ে আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধের পাশাপাশি গত মঙ্গলবার রাতে খতমে নবুয়তসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের অনুসারী ও তৌহিদী জনতা আহমদনগরে আহমদিয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে। উদ্ভূত পরিস্থিতিতে ওই রাতেই প্রশাসন জলসা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status