দেশ বিদেশ

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নতুন এসি দিচ্ছে মার্সেল

অর্থনৈতিক রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩২ পূর্বাহ্ন

দেশব্যাপী শুরু হয়েছে ‘মার্সেল এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের ব্যবহৃত পুরাতন এসি বদলে নতুন এসি কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তারা মার্সেলের শোরুমে পুরনো এসি জমা দিয়ে মার্সেলের যেকোনো মডেলের এসি কিনতে পারবেন। পুরনো এসির বিনিময়ে নতুন মার্সেল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। এই সুযোগ থাকছে ফেব্রুয়ারির ৩১শে মার্চ পর্যন্ত। এছাড়া মার্সেল এসির সকল ক্রেতারা প্রতিষ্ঠানটির দক্ষ টেকনিক্যাল টিম কর্তৃক ফ্রি ইনস্টলেশন সুবিধা পাচ্ছেন। মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, সারা দেশে মার্সেল পণ্যের গ্রাহকপ্রিয়তা ব্যাপকহারে বাড়ছে। এরই প্রেক্ষিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এসব উদ্যোগ নেয়া হয়েছে। গ্রাহকের হাতে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি পণ্যের সুফল পৌঁছে দেয়া ও সর্বোত্তম সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এরই পরিপ্রেক্ষিতে ‘এসি এক্সচেঞ্জ অফার’সহ কম্প্রেসরে দীর্ঘস্থায়ী গ্যারান্টি সুবিধা ও ফ্রি ইনস্টলেশন সুবিধা দেয়া হচ্ছে। মার্সেল জানায়, ইনভার্টার কম্প্রেসরের টার্বো কুলিং মুড রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। ১.৫ ও ২ টনের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির নতুন মডেলের স্মার্ট এসি ছেড়েছে তারা। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? স্মার্ট এসিতে মিলবে এসবের উত্তর। মার্সেলের স্মার্ট এসি ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status