বাংলারজমিন

লোহাগড়ায় কালোজিরা চাষে লাভবান কৃষক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে কালোজিরা চাষে। কম খরচে বেশি লাভের আশায় মসলা জাতীয় এ রবিশস্য উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে। লোহাগড়ার আবহাওয়া কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী। আর এই কালোজিরা চাষ করে লাভবান হয়েছেন এলাকার অনেক কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৩৫ হেক্টর জমিতে মসলা জাতীয় ফসল কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু অল্প পুঁজি বিনিয়োগে অধিক লাভ হওয়ায় উপজেলায় ৪০ হেক্টর জমিতে স্থানীয় উন্নত জাতের কালোজিরা চাষ করা হয়েছে। সরজমিন গত রোববার সকালে উপজেলার ইতনা পূর্বপাড়ার কৃষক ইসমাঈল শেখের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে রয়েছে, তাই বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তিনি। বিঘাপ্রতি ৮ মণ কালোজিরা উৎপাদন হয়ে থাকে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সার-বীজ সরবরাহ এবং মাঠকর্মী কৃষি পরামর্শ ও সহযোগিতা করায় আমি এ বছর ২ বিঘা জমিতে কালোজিরা চাষ করেছি। আশা করছি ফলন খুব ভালো হবে। এই জমিতে মোট খরচ হয়েছে ২৫ হাজার টাকা। যদি কোনো প্রকার সমস্যা না হয়, আর বাজার মূল্য ঠিক থাকে তাহলে লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো। একই গ্রামের কালিপদ সরকার বলেন, ‘কালোজিরা বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে এ কালোজিরা আমাদের কাছে কালো সোনা।’ এ ছাড়াও শৈলেন শিকদার, লিটু শেখ, হিশাম চৌধুরী, পলাশ শেখ, রুনু মোল্যা ও রবি চৌধুরীসহ অনেকেই এই কালোজিরা চাষ করছেন। তবে আগামীতে দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে স্থানীয় চাষিরা।
উপজেলা উপসহকারী কৃষি অফিসার শিকদার ইমরানুর রহমান বলেন, কম খরচে অধিক লাভের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণে কৃষকদের মসলা জাতীয় ফসল চাষে উদ্বুদ্ধকরণ করা হয়ে থাকে এবং লোহাগড়ার আবহাওয়া কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী বলেই এ বছর কৃষকরা ব্যাপকহারে কালোজিরা চাষ করেছেন। আগামী দিনে এ কালোজিরা উপজেলায় কালো সোনা নামে চিহ্নিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status