বিশ্বজমিন

পাকিস্তানকে পুরোপুরি ‘একঘরে’ করার হুমকি ভারতের

মানবজমিন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:১০ পূর্বাহ্ন

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাকর্মীদের ওপর প্রাণঘাতী হামলায় পাকিস্তানকে দায়ী করে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ভারত। হামলায় দোষী সশস্ত্র গোষ্ঠীকে মদত দেয়ার কারণে পাকিস্তানকে পুরোপুরি ‘একঘরে’ করার হুমকিও দিয়েছে নয়াদিল্লি। আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪২ সদস্য নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী জইশ-ই মোহাম্মদ। অভিযোগ রয়েছে, কাশ্মীরে সক্রিয় এই গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে পাকিস্তান। কয়েক বছরের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে এর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল তিনি বলেন, আমরা এর উপযুক্ত জবাব দেব। যারা এই জঘন্য হামলা ঘটিয়েছে, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এতে যারা সহায়তা করেছে তাদেরকেও শাস্তি পেতে হবে। আমাদের প্রতিবেশী যদি মনে করে যে, এর মাধ্যমে তারা ভারতকে অস্থিতিশীল করে তুলবে, তাহলে সেটা হবে একটি বড় ভুল। এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন। তিনি দাবি করেন, ভয়ঙ্কর এই হামলায় ইসলামাবাদের সরাসরি হাত রয়েছে। এর অকাট্য প্রমাণ তাদের হাতে রয়েছে। জইশ-ই মোহাম্মদ এর আগেও ভারতীয় বাহিনীর ওপর বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। ভারতের অভিযোগ, এই সশস্ত্র গোষ্ঠীকে বিভিন্ন অপকর্ম করার জন্য পাকিস্তান নিজেদের ভূ-খণ্ড ব্যবহার করার সুবিধা দিচ্ছে। যদিও ইসলামাবাদের তরফ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status