খেলা

বাতে বরিসভ ১-০ আর্সেনাল

গানারদের হারে লাকাজের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্সেনাল। সঙ্গে যোগ হয় ইনফর্ম ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজের লাল কার্ড। আর এমন ম্যাচে বেলারুশ থেকে হারের হতাশা নিয়ে ফেরে গানাররা। বৃহস্পতিবার ইউয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের প্রথম লেগে বাতে বরিসভের মাঠে ১-০ গোলে হার দেখে কোচ উনাই এমেরির আর্সেনাল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে এই প্রথম কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয়ের দেখা পেলো বরিসভ। আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে বেলারুশের কোনো দলের কাছে হারলো আর্সেনাল। বরিসভের বিপক্ষেই ২০০৯ সালের ডিসেম্বরে ইউরোপা লীগ ম্যাচে ১-০ গোলে হেরেছিল এভারটন। অন্যদিকে, প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্বপ্ন পেছনে ফেলে জয়ে ফিরেছে চেলসি। সুইডিশ ক্লাব মালমোর মাঠে ২-১ গোলে জয় কুড়ায় ব্লু’রা। ম্যাচের ৩০ ও ৫৮ মিনিটে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার রস বার্কলি ও ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরু। ৮০ মিনিটের মাথায় স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ডেনিশ মিডফিল্ডার আন্দ্রে ক্রিস্টিয়ানসেন। আগামী ২১শে ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের লড়াইয়ে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নামবে বেলারুশিয়ান চ্যাম্পিয়ন বরিসভ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম লেগে হেরে আগের ৬টি নকআউট পর্বেই বিদায় নেয় আর্সেনাল। সবশেষ ২০০৯-১০ মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলো রাউন্ডে এফসি পোর্তোর মাঠে ২-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছিল আর্সেনাল। বরিসভের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। প্রতিপক্ষ ডিফেন্ডার আলেক্সান্ডার ফিলিপোভিচকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঞ্চ তারকা লাকাজে। তার আগে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মিনেটে স্বদেশী ইগোর স্ট্যাসেভিচের ফ্রি-কিক থেকে আর্সেনালের জালে বল পাঠান বেলারুশ মিডফিল্ডার স্টানিসলাভ ড্রাহুন। এতে প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ ও ৪৯৫ মিনিট পর প্রথম গোল হজম করে এমেরির শিষ্যরা। এবারের আসরে গ্রুপ পর্বে অপরাজিত থেকে (৫ জয়, ১ ড্র) নকআউট পর্বে ওঠে আর্সেনাল। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভরসকা পোলটাভার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর থেকে গোলবার সুরক্ষিত রেখেছিল গানাররা। বরিসভের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে লাকাজের একটি গোল অফসাইডে বাতিল হয়। ৭৭% বল দখলে রেখে ১৬টি শট নেয় আর্সেনাল। তবে, অনটার্গেটে ছিল মাত্র ৩টি শট। বিপরীতে বরিসভের ৬টি শটের অর্ধেক ছিল অনটার্গেটে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৪টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে ৩টিতেই হারলো আর্সেনাল (১ জয়)। ম্যাচ শেষে আর্সেনালের স্প্যানিয়ার্ড কোচ এমেরি বলেন, আগামী সপ্তাহে আরো ৯০ মিনিট খেলতে নামবো। আমি নিশ্চিত এটা অন্যরকম হবে। প্রথম লেগের প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল। গোলের সুযোগ তৈরি করেছিলাম। লাকাজেকে ছাড়া দ্বিতীয় লেগে আমাদের সামনে বড় সুযোগ, বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। খেলোয়াড়, নিজেদের স্টেডিয়াম ও সমর্থকদের ওপর আমার বিশ্বাস রয়েছে।

অন্য ম্যাচের ফল
ল্যাজিও ০-১ সেভিয়া
র‌্যাপিড ভিয়েনা ০-১ ইন্টার মিলান
ক্রাসনোদার ০-০ লেভারকুসেন
রেন ৩-৩ রিয়াল বেতিস
গালাতাসারাই ১-২ বেনফিকা
জুরিখ ১-৩ নাপোলি
সেল্টিক ০-২ ভ্যালেন্সিয়া
স্পোর্টিং লিসবন ০-১ ভিয়ারিয়াল
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status