বাংলারজমিন

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৮:২৪ পূর্বাহ্ন

 ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার একটি বাসা থেকে গতকাল দুপুরে ভুয়া সাংবাদিকসহ দুইজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হচ্ছে- মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের সামসুল মোল্লার ছেলে রুবেল মিয়া (২৪) ও একই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কৈতরি বেগম (৩৮)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মডার্ন মোড় এলাকার জনৈক মিনা পারভীনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে রুবেল মিয়া ও কৈতরী বেগমকে আটক করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল। তিনি আরো জানান, রুবেল মিয়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দিয়ে এই বাড়িতে ভাড়া থাকতো। রুবেল ও কৈতরি বেগম দীর্ঘদিন জেলার মহেশপুরসহ বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করতো। তারা সম্পর্কে দেবর-ভাবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status