অনলাইন

ঝিনাইদহে মানবজমিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৬:২০ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুুপুরে জেলা শহরে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারী কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসানুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির এম রায়হান। অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ্জহরা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, সাবেক সভাপতি ইউএনবির আমিনুর রহমান টুকু, ইত্তেফাকের বিমল কুমার সাহা, দৈনিক নবচিত্রের বার্তা প্রধান ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল, বিটিভির পিন্টু লাল দত্ত, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন ও বাংলাদেশ বেতারের কোরবান আলী প্রমুখ সংবাদকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মানবজমিন পত্রিকার বস্তুনিষ্ঠতা ও সাহসী সংবাদ পরিবেশনের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি গনমানুষের মুখপাত্র হিসেবে ভুমিকা পালন করে আসছে।
তিনি বলেন গণতন্ত্র উন্নয়নে পত্রিকার গুরুত্ব অপরিসীম। সন্ত্রাস, মাদক ও জঙ্গী দমনে ঝিনাইদহের সাংবাদিকরা দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঝিনাইদহের কোন পুলিশ সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধে আপনারা লিখবেন। পারলে আমাকেও জানাবেন। কারো অপরাধের দায় পুলিশ বিভাগ বহন করবে না।
পরিশেষে কেক কেটে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status