দেশ বিদেশ

৭ পদাতিক ডিভিশনের ৮টি ইউনিটের পতাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রাক্তন সেনাবাহিনী প্রধান এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শেখ হাসিনা সেনানিবাস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদীর উত্তর পাড়ে গত বছর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার ভূ-কৌশলগত গুরুত্ব অনুধাবন করে এ সেনানিবাসটি স্থাপন করেছেন। নতুন ৮টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ হাসিনা সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার দিকে আরেক ধাপ এগিয়েছে। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. রাশেদ আমিন তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার মেজর মুরসালিন-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধানকে সালাম জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার পাশাপাশি দেশমাতৃকার মহান স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সশস্ত্র বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্তব্য পালন করে যাবেন। নবগঠিত ৮টি ইউনিটের মধ্যে ৪১ বীর-এর পতাকা সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা প্রাক্তন সেনাপ্রধান মেজর  জেনারেল আতিকুর রহমান (অব.),  ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পতাকা প্রাক্তন সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন অর রশীদ (অব.), এসএসডি বরিশাল-এর পতাকা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.), ৭ এফআইইউ’র পতাকা সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল মো. সামছুল হক,  ২৩ আরই ব্যাটালিয়নের পতাকা ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, ৭ এলপি ইউনিটের পতাকা ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং অর্ডন্যান্স ডিপো বরিশাল-এর পতাকা সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু সাঈয়েদ সিদ্দিক উত্তোলন করেন।    ৭ পদাতিক ডিভিশনের ৮টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। পরে সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা সেনানিবাসের নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর একটি শাখা উদ্বোধন করেন।
নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ:
এদিকে আইএসপিআর জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়া গতকাল ঢাকার বনানীতে নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এর আগে, ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ-সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চিফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাচে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাচে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার বাংলাদেশে আসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status