দেশ বিদেশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে নিহত ৫

স্টাফ রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫), মিরপুরে কালু মিয়া (৪৫) এবং কুড়িলে আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৭০)। গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপের মাঝখানে ঢুকে পড়েন ভ্যান চালক রিপন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের চালক ও চালকের সহকারীসহ তিনজন আহত হন। পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। ওসি আরো জানান, রিপনের গ্রামের বাড়ি ভালুকায়। তিনি সেখান থেকে মাছ এনে ঢাকায় বিক্রি করতেন। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আবুল হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বাসটি আটক করা হলেও হেলাপার ও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে গতকাল সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল উপজেলায়। তিনি কল্যাণপুর পোড়া বস্তিতে থাকতেন। এ ঘটনায় রিকশাচালক ও অপর এক আরোহী আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন।
ট্রেনে কাটা পড়ে নিহত ২: এদিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন শেওড়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের (৭০) এক বৃদ্ধ। ঢাকা রেলওয়ে থানা সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিও আরেক ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status