বাংলারজমিন

কোম্পানীগঞ্জে প্রচারণায় সরব প্রার্থীরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন ব্যবসায়ী হাজী আমিনুল ইসলাম। ৬টি ইউনিয়নে ৯৬ হাজার ভোটারের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। বসন্তের প্রারম্ভে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা সরব রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে আমিনুল ইসলাম ছাড়াও লালু মিয়া, সাংবাদিক আবিদুর রহমানও গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে সিলেটের সীমান্ত জনপদের উপজেলা কোম্পানীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটাররাও প্রার্থীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না থাকায় উন্মুক্ত এই পদটি নির্বাচিত হয়ে ভাগিয়ে নিতে  দৌড়ঝাঁপে আলোচনার শীর্ষে রয়েছেন ব্যবসায়ী হাজী আমিনুল ইসলাম। সরজমিন সোমবার কোম্পানীগঞ্জের থানার বাজার, উত্তর রনিখাই, পশ্চিম ইসলামপুর, পাড়ুয়াসহ আশপাশের বেশকিছু এলাকা ঘুরে এ ব্যাপারে ভোটারদের মতামত পাওয়া যায়। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হাজী আমিনুল ইসলাম তার প্রচারণা এবং গণসংযোগেও ভোটার এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। নির্বাচনের সময় ১৮ মার্চ হলেও এখনই মাঠ গরমে রয়েছেন প্রার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একজন ব্যবসায়ী নেতা জানান, দলীয়ভাবে না হলেও ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের মতামত প্রতিফলিত হবে। কোম্পানীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মাঠে থাকলেও ভাইস চেয়ারম্যান পদে ব্যবসায়ী হাজী আমিনুল ইসলামের নামই বেশি শোনা যাচ্ছে। ভোটারদের অনেকেই জানিয়েছেন তাদের পছন্দের সঙ্গে প্রার্থীকে ভোট  দিবেন। গুচ্ছগ্রাম এলাকার ব্যবসায়ী আবদুুর রশিদ। তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ হেভিওয়েট প্রার্থী মাঠে আছেন। তবে ভাইস চেয়ারম্যান পদেও আলোচনায় আছেন প্রার্থীরা। আমার ধারণা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দৌড়ে শীর্ষে আছেন ব্যবসায়ী হাজী আমিনুল ইসলাম। যোগ্যতা, দক্ষতা সবকিছু বিবেচনা করলে তাকেই ভোটাররা নির্বাচিত করবেন। এ ব্যাপারে কথা হলে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আমিনুল ইসলাম জানান, জনগণের সেবার জন্য জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করেছি। আমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে অবহেলিত কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে আমার অবস্থান থেকে ভূমিকা পালন করতে পারবো। জনগণ এবং ভোটাররাই আমার মূল শক্তি। তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কোম্পানীগঞ্জ উপজেলাকে আধুনিকায়নে অবশ্যই আমি নিরলসভাবে কাজ করে যাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status